ইসরায়েলী ও ফিলিস্তিনী আলোচকরা আলোচনা অব্যাহত রেখেছে, অস্ত্র বিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে

ইসরায়েলী ও ফিলিস্তিনী আলোচকরা তৃতীয় দিনের মতো কায়রোতে বৈঠক করছেন। এক মাসেরও বেশি সময় ধরে গাজায় যে লড়াই হচ্ছে তা অবসানের লক্ষ্যে স্থায়ী অস্ত্র বিরতি অর্জনের জন্য তারা আলোচনা করছেন।

এক ফিলিসস্তিনী কর্মকর্তা আলোচনাকে এক স্পর্শকাতর পর্যায়ে আছে বলে বর্ননা করেন। একটা বড় ধরনের মীমাংশা হতে পারে প্রকাশ্যে সে রকম কোন ইঙ্গিত দেওয়া হয়নি।

আজ স্থানীয় সময় বেশ রাতে বাহাত্তর(৭২) ঘন্টার অস্ত্র বিরতি শেষ হওয়ার কথা। কোন মতৈক্য না হলে সংঘাত সম্প্রসারিত হওয়ার হুমকি থাকবে। এই সংঘাতে ২০০০ বেশি… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1