জাতিসংঘের মহাসচিব ইবোলা রোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন

জাতিসংঘের মহাসচিব বান কী মুন পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগ মোকাবিলায় ডাক্তার , নার্স এবং সাজসরঞ্জামের প্রয়োজনীয়তা মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মি বান বলেন যে এ যাবৎকাল এই মারাত্মক ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করার উপায় হচ্ছে সংগঠিত হয়ে গোটা বিশ্বের এ ব্যাপারে সাড়া দেওয়া। তিনি ঘোষনা করেন যে ইবোলা মোকাবিলায় জাতিসংঘের প্রচেষ্টায় সমন্বয় সাধনের জন্যে  তিনি জাতিসংঘের জনস্বাস্থ্ বিশেষজ্ঞ ডেভিড নাবারোকে নিয়োগ… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1