ইরাকের উদ্বাস্তুদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন

ইরাক পরিস্থিতি এক ভয়াবহ রূপ নিয়েছে। সেখানে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। দেশান্তরণ বিষয় আন্তর্জাতিক সংগঠন IOM-এর রিপোর্ট অনুসারে, ইরাকের সংঘাতের কারণে, গত জানুয়ারী মাস থেকে এ পর্যন্ত ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জ়েনিভা থেকে পাঠানো লিসা শ্লাইনের প্রতিবেদন থেকে বিস্তারিত শুনুন রোকেয়া হায়দার ও শতরূপা বড়ুয়ার কাছে।

International Organization for Migration তার প্রতিবেদনে বলেছে, জুন থেকে এ পর্যন্ত ৫৪ শতাংশেরও বেশি ইরাকী তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। জুন মাসে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1