ইরাকের শরণার্থীদের কাছে মানবিক সাহায্য পাঠানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র

ইরাকের শরণার্থীদের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরো মানবিক সাহায্য পৌঁছে দিয়েছে। এই শরণার্থীরা উত্তর ইরাকে কুর্দী রাজধানী ইরবিলের কাছে, পার্বত্য এলাকায় আশ্রয় নিয়েছে।  

বিমান থেকে এই সামগ্রী ফেলা হয়। এর মধ্যে ছিল ৫২হাজার খাবারের সামগ্রী এবং হাজার হাজার লিটারের সুপেয় পানি। ইসলামিক স্টেইটের যোদ্ধাদের সহিংস আগ্রাসনে ভীত হয়ে এই খ্রিশটান, ইয়াযিদি ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা সেখানে আশ্রয় নিয়েছে। বৃটিশ বাহিনী রোববার তাদের প্রথম মানবিক সাহায্য পাঠিয়েছে।

ঐ অঞ্চলের কর্মকর্তারা রোববার… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1