রৌপ্য জিতলেন বাংলাদেশের আবদুল্লা হেল বাকি

কমনওয়েলথের ২০তম আসরের দ্বিতীয় দিনে শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতলেন বাংলাদেশের আবদুল্লা হেল বাকি।

২০২.১ পয়েন্ট নিয়ে রৌপ্য পান বাকি। ২০৫.৩ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন ভারতের অবিনব বিন্দ্র। এর আগে তিনি অলিম্পিকেও স্বর্ণ জেতেন।

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কমনওয়েলথের ২০তম আসরের বাংলাদেশের অবস্থা নিয়ে বিভিন্ন গনমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সাইক্লিং, সাঁতার, টেবিল টেনিস ও ভারোত্তলনে হতাশাজনক পারফরম্যান্সের পর রৌপ্য জয়ে কিছুটা আশা দেখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার মেয়েদের ৫০ মিটার… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1