ইজরায়েল এবং হামাস ১২ ঘন্টার যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে

ইজরায়েল এবং হামাস জঙ্গি দল উভয়েই শনিবার ১২ ঘন্টার জন্য যুদ্ধ বিরতিতে সম্মত হয়I  ইজরায়েলী সেনাবাহিনী বলছে, এই যুদ্ধ বিরতি সকাল আটটা  থেকে কার্যকর হবে I হামাস দলের একজন কর্মকর্তা জানান, হামাস দলও লড়াই বন্ধে সম্মত হয়েছে, তবে কখন থেকে তা শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা মিশরের প্রস্তাবিত সাত দিনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইজরাইলী সংবাদ মাধ্যমে এই খবর দেয়া হয় । যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেন,… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1