মিশরের নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময়সীমা একদিন বাড়িয়েছে

মিশরের নির্বাচন কমিশন, তাঁদের প্রেসিডেণ্ট নির্বাচনের ভোটগ্রহণের জন্যে সময়সীমা আরো একদিন বাড়িয়েছে যাতে আরো ভোটাররা ভোট দিতে পারেন। আশা করা হচ্ছে, সামরিক বাহিনীর প্রাক্তন প্রধান আব্দেল-ফাতা আল সিসি এই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন।
 
মঙ্গলবার, ঐ দুদিনব্যাপী ভোটগ্রহণ শেষ হবার কথা ছিল। কিন্তু সোমবারের ভোটে দেখা গেছে, যথেষ্ট ভোট পড়েনি। দেশটিতে ৫কোটি ৪০লক্ষ তালিকাভুক্ত ভোটার রয়েছে।
 
ভোটার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী, ইব্রাহিম মাহলাব, মঙ্গলবার জাতীয় ছুটির দিন… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1