নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে ৩৫জন নিহত

উত্তর নাইজেরিয়ায় কর্তৃপক্ষ বলেছে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৩৫জন নিহত হন। ওই অঞ্চলে ইসলাম পন্থী বোকো হারাম রক্তাক্ত বিদ্রোহ চালাচ্ছে।
 
কর্মকর্তারা বলেন শনিবার মাইদুঘুরি শহরে জনাকীর্ণ বাজারে প্রথম বিস্ফোরণ ঘটে।
 
প্রথম বিস্ফোরণে যারা আহত হয় তাদের যারা সাহায্য করতে যান তারা দ্বিতীয় বিস্ফোরণের শিকার হন।
 
তাৎক্ষনিক কেউ ওই ঘটনার দায় স্বীকার করেনি। কিন্তু কর্তৃপক্ষ সন্দেহ করছে যে ওই হামলার পেছনে বোকো হারামের হাত রয়েছে।
 
২০০৯ সালের পর থেকে সেখানে যে হাজার হাজার… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1