বিদায় নিলেন সুচিত্রা সেন

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে মধ্য কোলকাতার বেলভিউ নার্সিং হোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত ২৩শে ডিসেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। বাংলা চলচ্চিত্রের মহানায়িকার চিরবিদায়ে বাংলা চলচ্চিত্রের অগণিত অনুরাগীদের মনে আজ শোকের ছায়া নেমে এসেছে। এ নিয়ে প্রতিবেদন শুনুন কোলকাতা সংবাদদাতা পরামাশীষ ঘোষ রায়ের কাছে।

কিংবদন্তীর চলচ্চিত্র নায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে বাংলাদেশে সুচিত্রা ভক্তরা শোকার্ত।… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1