মিশরে জনগণ সংবিধান পরিবর্তনের লক্ষে গণভোটে অংশ নিচ্ছেন ।

সামরিক বাহিনী সমর্থিত মিশরের অন্তবর্তী সরকার একটি নতুন সংবিধানের ব্যাপারে যে গণভোটের আয়োজন করেছে তাতে মিশরে জনগণ মঙ্গলবার ভোট দিয়েছেন।
 
দুদিন ব্যাপী এই ভোট গ্রহণে হাজার হাজার পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়্  তবে এ সব সত্বেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও তাঁর বিরোধীদের  মধ্যে সহিংস সংঘাতে অন্তত আট জন প্রাণ হারিয়েছে।
 
গণভোটে অনুমোদিত হলে এই নতুন সংবিধান, ২০১২ সালে মুরসির আমলে গৃহীত ইসলামি সংবিধানের স্থলাভিষিক্ত হবে।
 
মুরসির পক্ষে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1