রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ায় ওয়েস্ট ভার্জিনিয়ায় জরুরী অবস্থা ঘোষণা

ওয়েস্ট ভার্জিনিয়ার একটি স্থাপনায় রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ায় সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান ও বানিজ্যিক স্থাপনাসমূহ বন্ধ হওয়া ও ৩ লক্ষ মানুষের খাবার পানি সংকট হওয়ায় যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাজ্য জুড়ে জরুরী অবস্থা ঘোষণা করেন।
 
স্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত ঐ রাসায়নিক পদার্থ বৃহস্পতিবার ঐ রাজ্যের রাজধানী চার্লস্টোনের কাছে এলক নদীতে পড়ে যা পানি পরিশোধন স্থাপনার কাছেই অবস্থিত। এরপর থেকে স্থানীয় অধিবাসিদেরকে পানি পান, গোসল, রান্না ও ধোয়ামোছা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1