সাবেক ইসরাইলী প্রধানমন্ত্রী শ্যারনের পরলোকগমন

 
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারণ তেল  আবিবের কাছে একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
 
তিনি ২০০৬ সালে মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হবার পর  থেকে অচেতন ছিলেন ।
 
সেবা মেডিকেল সেন্টারের পরিচালক শ্লোমো নয় বলছেন যে শনিবার তাঁর পরিবারের সান্নিধ্যেই তিনি শান্তিতে প্রাণ ত্যাগ করেন তবে গত সাত বছরে তাঁর জ্ঞান কখনোই পুরোপুরি ফেরেনি। মি নয় আরও বলেন যে গত সপ্তায় ইসরাইলি নেতার স্বাস্থ্যের অবনতি ঘটা সত্বেও তিনি আশ্চর্য শক্তি ও মনোবলের পরিচয়… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1