পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ বিয়ে করলেন

পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ কে জানেন? তিনি হলেন তুরস্কের নাগরিক সুলতান কোসেন। রোববার তিনি বিয়ে করলেন। ৮ফুট ৩ইঞ্চি লম্বা সুলতান পরিণয় সূত্রে আবদ্ধ হলেন সিরিয়ার মার্ভি দিবোর সঙ্গে। কনের বয়স ২০ এবং তিনি ৫ফুট ৮ইঞ্চি লম্বা।
রোববার, তুরস্কের দক্ষিণ-পশ্চীমের প্রদেশ মার্দিনে সুলতানের নিজের শহরে এই বিয়ের অনুষ্ঠানটি হলো। à§©à§§ বছরের পাত্র সুলতান বললেন, তিনি তাঁর অনুভূতি ভাষায় বোঝাতে পারছেন না। তিনি তাঁর প্রেমিকাকে খুঁজে পেয়েছেন। জাতীয় সংবাদ মাধ্যমের ওয়েবসাইট আনাতোলিয়ায় তিনি আরও বলেছেন, “আজ আমি পৃথিবীর … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1