জাতিসংঘের পারমানবিক সংস্থা পারমানবিক কর্মসূচী আলোচনার ব্যাপারে ইরানের অবস্থানে প্রীত

জাতিসংঘের পারমানবিক সংস্থা বলছে – তেহরানের বিতর্কিত পারমানবিক কর্মসূচী কেন্দ্রীক আলোচনার ব্যাপারে ইরানের নতুন অবস্থান দেখে তাঁরা প্রীত । মঙ্গলবার ভিয়েনায় ইরান ও আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার মধ্যেকার দ্বিতিয় দিনের বৈঠকের সময় এ মন্তব্য শোনা গিয়েছে । আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা IAEA-র ডেপুটি ডিরেক্টর জেনারেল তেরো ভারহোরান্তা ইরানের অবস্থানকে গঠনাত্মক বলে অভিহিত করেন ।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত রেযা নাজাফিও আশাবাদ ব্যক্ত করেন – বলেন , অগ্রগতি এখন নাগালের ভেতরে এসে গিয়েছে ।
দু’ … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1