ফুকুশিমা পারমাণবিক স্থাপনায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়েছে

জ়াপানের পারমাণবিক কর্মকর্তারা বলছেন, অকার্যকর ফুকুশিমা পারমাণবিক স্থাপনায়, দূষিত পানির একটি ট্যাঙ্কের তেজস্ক্রিয়তার মাত্রা এক সপ্তাহে বিপদজনক মাত্রায় পৌঁছে গেছে।
 
টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানী, বা টেপকো বলেছে, পরিমাপে দেখা গেছে, শনিবার ঐ ট্যাঙ্কের তেজস্ক্রিয়তার মাত্রা ছিল ১৮০০ মিলিসিভার্টস, যার সংস্পর্শে আসলে কোন ব্যক্তি ৪ ঘন্টার মধ্যে মারা যাবে। আগস্টের ২২ তারিখে ঐ ট্যাঙ্কের তেজস্ক্রিয়তার মাত্রা ছিল মাত্র ১০০ মিলিসিভার্টস, যা শনিবারের পরিমাপের তুলনায় অনেক কম।
 
টেপকো আরো … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1