সিরীয় রাসায়নিক আক্রমণের জবাব দেওয়া হবে : হোয়া্ইট হাউজ

সিরীয় সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহার করার যে অভিযোগ উঠেছে তার পাল্টা জবাব দেবার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ বলছে যে তিনি তার জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে এ ব্যাপারে কাজ করে যাচ্ছেন যে এই ব্যবস্থা কি রকম হবে।
 
মুখপাত্র জে কার্নে বলছেন যে এ ব্যাপারে কোনই সন্দেহ নেই যে দামেস্কের শহরতলীতে ২১শে অগাস্টের আক্রমণে বিষাক্ত গ্যাস ব্যবহার করা হয়েছিল।
 
মঙ্গলবারের ব্রিফিং এ কার্নে বলেন যে এ ব্যাপারে কোনই সন্দেহ নেই যে ঐ াাক্রমণের জন্যে সিরিয়ার  সরকার … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1