মিশরের ইসলামপন্থীরা নতুন করে আন্দোলন শুরু করতে যাচ্ছে

রোববার, মিশরের ইসলাম্পন্থীরা, নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। এর আগের দিন, নিরাপত্তা বাহিনীর অভিযানে কায়রোর এক মসজিদে প্রতিবাদকারীদের উত্তেজনাপূর্ণ অবস্থান ধর্মঘটের অবসান হয়।
 
শনিবার, নিরাপত্তা বাহিনী আল-ফাথ মসজিদের দখল নেয়। শুক্রবারের মারাত্মক রক্তঘাতী হামলার পর, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোরসির সমর্থকরা ঐ মসজিদে আশ্রয় নিয়েছিল। সরকারী হিসেব মতে, শুক্রবারের ঐ হামলায়, কায়রো ও অন্যান্য শহরে মারা গেছে ১৭৩ জন, আহত হয়েছে, এক হাজারেরও বেশি মানুষ।
 
মিশরের অন্তর্বর্তীকালীন সরকার, মিঃ মোরসির … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1