প্রেসিডেন্ট মোরসীর পরিবার পরিজনেরা এখন সামরিক বাহিনীর বিরূদ্ধে সোচ্চার হয়ে উঠছেন-মিশর পরিস্থিতি নিয়ে সৈয়দ মোহাম্মদউল্লার সাক্ষাত্কার ।

মিশরে , ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোরসীর পরিবার পরিজনেরা এখন দেশটির সামরিক বাহিনীর বিরূদ্ধে সোচ্চার হয়ে উঠছেন – এবং সাবেক নেতার মুক্তি অর্জনের লক্ষে যে কোনো ধরনের ও সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহনের হূমকি দিচ্ছেন ।
সোমবার কায়রোয় মোরসী পরিবারের লোকজন মিলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন – তাঁকে অপহরণ করা হয়েছে বলে মিশরের সামরিক বাহিনীকে দায়ি ঠাওরেছেন তাঁরা । তাঁর এক পুত্র এবং তাঁর কন্যা বলেছেন – জুলাই তিন তারিখের পর থেকে তাঁরা তাঁদের পিতাকে আর দেখেননি । ঐ দিনই মিশরের সামরিক বাহিনী গণতান্ত্রিক … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1