অগভীর ভুমিস্তরের দু’ই ভূমিকম্পে, চীনের গ্রামাঞ্চলে, কম হলেও ৭৫ জন নিহত

চীনের কর্তৃপক্ষ বলছে, অগভীর ভুমিস্তরের দু’ই ভূমিকম্পে, উত্তর-পশ্চীম চীনের গ্রামাঞ্চলে, কম হলেও ৭৫ জন মারা গিয়েছেন এবং আহত হয়েছেন এক শ’র মতো মানুষ। ভূমিধ্বসের কারণে উদ্ধার ততপরতা ব্যাহত হচ্ছে।
 
যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে বলছে, Gansu প্রদেশের Dingxi শহরে ৫দশমিক ৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৭টা ৪৫ মিনিটে। এর ব্যাপ্তি ছিল ১০ কিলোমিটার। প্রায় সমান ব্যপ্তির ৫ দশমিক ৬ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে এর ৯০ মিনিটের মাথায়।
 
কর্মকর্তারা বলছেন, কয়েকশ ভবন ধ্বসে … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1