মাটিতে মেয়ের, ফ্যানের সঙ্গে ঝুলন্ত বাবার লাশ

রাজধানীর দক্ষিণ খান থানার আশকোনার হাজি ক্যাম্পের পাশে বাবা-মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, ফাতেমা রশীদ বর্ণালী (৯) ও তাঁর বাবা বজলুর রশীদ (৪০)।
পুলিশের ধারণা, মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে বজলুর রশীদের স্ত্রী তাঁর বড় মেয়েকে নিয়ে কোচিং সেন্টারে যান। এসে দেখেন তাঁর মেয়ের লাশ মেঝেতে পড়ে আছে। পাশেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে তাঁর স্বামীর মরদেহ।
দক্ষিণ খান থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা মঞ্জু মিয়া বলেন, ৬৯৫ আশকোনা এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়ার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1