অর্ধেক সম্পদ বিলিয়ে দেবেন ধনকুবের মোটসেপ

বিলিয়নারদের নিয়ে ফোর্বস সাময়িকীর করা প্রচ্ছদে প্যাট্রিস

দক্ষিণ আফ্রিকার শীর্ষ ধনকুবের ও খনি ব্যবসায়ী প্যাট্রিস মোটসেপ তাঁর অর্ধেক সম্পদ বিলিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। মোটসেপের বিবৃতির বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মোটসেপ আফ্রিকান রেইনবো মিনারেলসের প্রতিষ্ঠাতা। এটি সোনা, প্লাটিনাম, কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন করে। মোটসেপ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্রদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ঘোষিত অর্থ ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
‘ফোর্বস’ সাময়িকীর তথ্যমতে, দক্ষিণ আফ্রিকার প্রথম ও কৃষ্ণাঙ্গদের মধ্যে একমাত্র কোটিপতি মোটসেপের বর্তমান সম্পদের পরিমাণ দুই দশমিক ৬৫…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1