আলজেরিয়ার প্রাকৃতিক পেট্রোলিয়াম কেন্দ্রে হামলা

প্রাপ্ত খবরে জানা গেছে আলজেরিয়ায় একটি প্রাকৃতিক পেট্রোলিয়াম কেন্দ্র যেখানে কয়েকজন বিদেশিকে পণবন্দী হিসেবে আটক করা হয়েছিলো সেখানে আলজেরিয়ার বিমান আক্রমণে বহু মানুষ নিহত হয়।
 
রিপোর্টে বলা হয়েছে বৃহস্পতিবার বিমান হামলায় পণবন্দীদের অন্তত ৩৪ জন এবং অপহরণকারীদের ১৫জন নিহত হয়।পরিস্থিতির খুটিনাটি এখনও সুস্পষ্ট নয়। ANI সংবাদ সংস্থা থেকে বলা হয়েছে অপহরণকারীরা যখন পণবন্দীদের নিয়ে ওখান থেকে পালাচ্ছিলো তখন আলজেরিয়ার হেলিকপ্টার আক্রমণ চালায়।
 
এর আগে জানা যায় যে বুধবার … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1