নির্যাতনের করুণ কাহিনি

ধর্ষণের শিকার হওয়ার পর আদালতে মামলা করেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দরিদ্র এক নারী। কিন্তু বিয়ের কথা বলে তাঁকে একটি বাড়িতে প্রায় এক বছর ‘গৃহবন্দী’ করে রাখেন আসামি। এরই মধ্যে ওই নারীর কোলজুড়ে আসে এক পুত্রসন্তান।
প্রায় ১০ মাস বয়সী ওই ছেলেকে সম্প্রতি লঞ্চে ফেলে রাখেন আসামি। মা ভাবেন, তাঁর ছেলেকে হয়তো লঞ্চ থেকে নদীতে ফেলে হত্যা করা হয়েছে। কিন্তু লঞ্চের কর্মচারী, সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ি ও প্রথম আলোর প্রচেষ্টায় ছেলেটিকে কোলে ফিরে পেয়েছেন মা।
এত ঘটনা ঘটলেও মামলার তদন্ত কর্মকর্তা ও শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম কিছুই জানেন না। উল্টো তিনি মামলার বাদী…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1