খালেদার গণসংযোগ এক ঘণ্টা পেছাল

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ বুধবার বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি এক ঘণ্টা পেছানো হয়েছে। বেলা ১১টা থেকে তিনি গণসংযোগ কর্মসূচি শুরু করবেন।
এর আগে আজ সকাল ১০টায় রাজধানীর গাবতলী থেকে খালেদা জিয়ার কর্মসূচি শুরু করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে দলীয় সূত্র জানায়। খালেদা জিয়া গাবতলীতে পথসভায় বক্তব্য রাখার পর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, সবুজবাগ ও ভাটারায় পথসভায় বক্তব্য দেবেন।
গাবতলীর বিউটি সিনেমা হলের মাঠে (এস এ খালেকের মাঠ) প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। বিএনপি ও…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1