তালেবানদের নতুন নেতা

ওয়ালি-উর রেহমান (মাঝে)

পাকিস্তানের তালেবান! নাম শুনে হয়তো আঁতকে ওঠার কথা। তালেবানের নেতৃত্বে পরিবর্তন, মানে হয়তো নতুন কোনো চাল! বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের এ জঙ্গি গোষ্ঠীটি নতুন একজন নেতা পেয়েছে। সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) নামের জঙ্গি গোষ্ঠীটির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। তিন বছরের বেশি সময় ধরে এ জঙ্গি গোষ্ঠীর নেতৃত্বদানকারী হাকিমুল্লাহ মেহসুদের (৩৩) জায়গায় দায়িত্ব নিতে পারেন দলটির উপনেতা ওয়ালি-উর রেহমান (৪০)।
পাকিস্তান সেনাবাহিনীর ওই কর্মকর্তা দাবি করেন,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1