আফগানিস্তানে রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে ১০ ব্যাক্তি নিহত

কর্তৃপক্ষ বলেছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার ধারে পাতা এক বোমা বিস্ফোরণে ১০ ব্যাক্তি নিহত হয়। নিহতদের অধিকাংশই মহিলা ও শিশু।
 
উরুজগান প্রদেশের দেরাউড জেলায় ভ্যানটি যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।
 
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইর দফতর থেকে বলা হয় অন্তত ৮ ব্যাক্তি আহত হয় ওই বিস্ফোরণে। বিবৃতিতে মি কারজাইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয় নির্দোষ লোকজনের রক্ত বৃথা যাবে না। এবং সন্ত্রাসীরা এই বিশ্বে কলঙ্কিত হবে।
 
নেটোর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গুন্টার ক্যাটজ … [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1