হামলার পরপরই কেন প্রশাসন আসেনি?

রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দলীয় ‘সম্প্রীতি সমাবেশ’-এ খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রামুর ঘটনার জন্য সরাসরি আওয়ামী লীগ ও সরকারকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এতগুলো মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে। কেন প্রশাসন নীরব ছিল? কেন পুলিশ আসেনি? র্যাব, সেনাবাহিনী ও বিজিবি কেন আসেনি? তারা তো ২০০ থেকে ৪০০ গজের মধ্যে ছিল। আসলে, তাদের আসতে দেওয়া হয়নি। পূর্বপরিকল্পিতভাবে এসব মন্দিরে হামলা করা হয়েছে।’
আজ শনিবার বিকেলে রামুর খিজারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে খালেদা জিয়া এই অভিযোগ করেন। এর আগে তিনি রামুর তিন শতাধিক বছরের প্রাচীন কেন্দ্রীয়…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1