প্রধানমন্ত্রী কি তাঁকে ওয়েল ডান বলেছেন

নৌ-নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নাম উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘একজন নাগরিকের চোখ তুলে নেওয়ার কথা যিনি প্রকাশ্যে বলতে পারেন, তিনিই সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করছেন’। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘আমি আশ্চর্য হব, যদি প্রধানমন্ত্রী তাঁকে ডেকে বলেন, তুমি এটা কেন করেছ। আমার জানতে ইচ্ছে করে, প্রধানমন্ত্রী তাঁকে কী বলেছেন। ওয়েল ডান বলেছেন, না আর করো না বলেছেন।’ একজন সম্মানিত নাগরিকের চোখ উপড়ে ফেলা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই না…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1