‘আই অ্যাম একদম ফেডআপ’

শেয়ারবাজার নিয়ে আবারও বিরক্তি প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত সোমবার জাতীয় সংসদে শেয়ারবাজারকে ‘দুষ্টু বাজার’ আখ্যায়িত করার পর আজও একই কথা বললেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘বাজার ভালোভাবে চলছে না। আই অ্যাম একদম ফেডআপ।’
আজ বুধবার সচিবালয়ে সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি ও সুপার মার্কেট মালিক সমিতির সঙ্গে ভিন্ন দুটি বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
দুষ্টু বাজার বলার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে—সাংবাদিকেরা এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, সমালোচনা তারা করতেই পারে।’…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1