ডেপুটি স্পিকার-ফজলুল আজিমের উত্তপ্ত বাক্যবিনিময়

রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে না দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। আজ বুধবার সংসদ চলাকালে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি ওয়াকআউট করেন। তবে মিনিট পাঁচেক পর তিনি আবার সংসদে ফিরে আসেন।
ফজলুল আজিম রোহিঙ্গা সমস্যা নিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলতে চাইলে তা সংসদের কার্যবিধি অনুযায়ী না হওয়ায় ডেপুটি স্পিকার তাঁর মাইক বন্ধ করে দেন। এ সময় ডেপুটি স্পিকার এবং আজিমের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন সংসদে উপস্থিত ছিলেন।
সংসদে কার্যধারার কোনো বিষয়ে বৈধতার প্রশ্ন দেখা দিলে সে বিষয়ে ৩০১ বিধিতে (পয়েন্ট অব অর্ডার) কথা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1