মে মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে

মে মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই হার ১ শতাংশের ১ দশমাংশ বৃদ্ধি পেয়ে তা দাড়িয়েছে ৮ দশমিক দুই শতাংশে।

শুক্রবার শ্রম দফতর থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এ বছরের সব চাইতে কম কর্ম সংস্থান বেড়েছে, এ মাসে মাত্র উনসত্তুর হাজার নতুন চাকরী সৃষ্টি হয়েছে।

সরকারি তথ্য অনুসারে ১ কোটি ২৭ লক্ষ আমেরিকান এখন বেকার। দশ জনের মধ্যে চার জন ২৭ সপ্তাহের বেশি সময় ধরে চাকরী খুঁজছে।

অর্থনীতিবিদরা বলেন কেনা কাটার জন্য ভোক্তাদের যে আস্থার প্রয়োজন এবং আরও বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের উত্সাহ দেওয়ার জন্য দরকার কর্ম সংস্থান বৃদ্ধি।

রিপাবলিকানরা দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রেসিডেন্ট বারাক ওবামাকে দোষারোপ করেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি বলেছেন প্রশাসনের নীতিমালা ব্যর্থ হয়েছে এবং মধ্যবিত্ত শ্রেণীকে শেষ করে দিচ্ছে।

প্রেসিডেন্টের Council of Economic Advisers এর চেয়ারম্যান , Alan Krueger বলেন দুবছরের বেশি সময় ধরে অর্থনীতিতে বেসরকারি খাতে কর্মসংস্থান বেড়েছে। প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে প্রেসিডেন্ট ওবামার কার্যক্রম অনুমোদন করার জন্য তিনি কংগ্রেসের প্রতি আবেদন জানান।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1