জুলফিকার আলী গ্রেপ্তার

চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র্যাব-৭-এর তত্কালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রমনা থানা ও চট্টগ্রামের আনোয়ারা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর মগবাজারের ডাক্তারের গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে। জুলফিকারকে এখন চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
আনোয়ারার তালসরা দরবার থেকে গত বছরের ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র্যাবের একটি দল। এ ঘটনায় গত à§§à§© মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে ডাকাতির মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র্যাব সদস্য ও দুজন র্যাবের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1