আবার হরতালে যাচ্ছে বিএনপি

মামলা ও পুলিশি অভিযানের মুখে কোণঠাসা বিএনপি পরিস্থিতি সামাল দিতে আবার হরতালকেই বেছে নিচ্ছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতাসহ ১৮ দলীয় জোটের দুজন গুরুত্বপূর্ণ নেতা প্রথম আলোকে এমন তথ্য দিয়েছেন।
বিএনপিসহ জোটের এসব নেতা মনে করেন, হরতালের মতো কঠোর কর্মসূচি না দিলে তাঁদের বিরুদ্ধে সরকারের ‘দমননীতি’ আরও ব্যাপকতা লাভ করবে। এ নেতারা বলেন, হিলারি ক্লিনটনসহ একাধিক বিদেশি অতিথির আগমন উপলক্ষে আপাতত কঠোর কর্মসূচির ক্ষেত্রে বিরতি দেওয়া হয়েছে। সরকার একে দুর্বলতা ভেবে পেয়ে বসেছে। মামলা দিয়ে কেন্দ্রীয় নেতাদের হেনস্তা শুরু করেছে।
বিএনপির দায়িত্বশীল অপর একটি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1