‘একাত্তরের বীরযোদ্ধা’য় মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

‘আমরা একসঙ্গে অনেকে যুদ্ধ করেছিলাম। কিন্তু অনেক দিন আমাদের কারোরই সঙ্গে কোনো দেখা নেই। যাদের সঙ্গে অনেক দিন কোনো দেখা নেই; আজ সেই পুরোনো বন্ধুদের কথা হলো, দেখা হলো।’ মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘একাত্তরের বীরযোদ্ধা’ নামের বই প্রকাশের অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিবাহিনীর উপ-সর্বাধিনায়ক ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নিয়ে সংকলিত একাত্তরের বীরযোদ্ধা বইয়ের মোড়ক খোলা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1