ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের ঐতিহাসিক বর্মা সফর

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শুক্রবার মায়ানমার পৌঁছিয়েছেন। গত পঞ্চাশ বছরে পশ্চিমা দেশের কোন নেতা্র প্রথম বর্মা সফর।

এক দিনের সফরে ক্যামেরন সেখানে পৌঁছানোর পরপরই প্রশাসনিক রাজধানী নেপেটাওতে প্রেসিডেন্ট থিন সেনের সংগে বৈঠক করেন।

এরপর ব্রিটিশ নেতা গণতন্ত্র পন্থী নেতা অং সান সুচির সংগে দেখা করার জন্য রেঙ্গুনে যান।  এই মাসে সংসদীয় নির্বাচনে সুচির রাজনৈতিক দল বিপুল ভোটে  বিজয়ী হয়েছে বলে দাবি করে।

মিঃ ক্যামেরন বৃহস্পতিবার বিবিসিকে বলেন যে ব্রিটেন শীঘ্রিই মায়ানমা্রের উপর থেকে নিষেদ্ধাজ্ঞা শিথিল করে নেবে। তবে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবর্তন যে হচ্ছে সে বিষয়ে তিনি নিশ্চিত হতে চান।

দক্ষিণপূর্ব এশিয়ায় তার পাঁচ দিনের সফরে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া অন্তর্ভুক্ত।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1