বিপদে আছি, এটা গণতন্ত্রের বিপদ

সংবাদ সম্মেলনের একটি মুহূর্তে সুরঞ্জিত সেনগুপ্ত

প্রথম দিন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ফারুককে ব্ল্যাকমেইল ও হাইজ্যাক করার জন্য গাড়িচালক পিলখানায় ঢুকে পড়ে। কিন্তু তিন দিন পর তিনি বললেন, এটা একটি ঐক্যবদ্ধ গোষ্ঠীর তৎপরতা। এই গোষ্ঠী ৪০ বছরের সুবিধাভোগী আমলা, রাজনীতিক ও ঠিকাদার।
সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার ও রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা বিপুল পরিমাণ টাকাসহ ধরা পড়ার পর এ নিয়ে যখন দেশজুড়ে তুমুল হইচই, এমন সময় সংবাদ সম্মেলন ডাকলেন রেলমন্ত্রী। কাল বৃহস্পতিবার রেলভবনে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের মুখে পড়েন তিনি। বলেন, এ ঘটনায় তিনি কঠিন অবস্থায় আছেন, বিপদের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1