উপনির্বাচনে সুচির জয়, দাবি এনএলডির (ভিডিও)

কাহমুতে একটি à¦à§‹à¦Ÿà¦•েন্দ্রের বাইরে কয়েকজনের সঙ্গে করমর্দন করছেন অং সান সু চি।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির উপনির্বাচনে একটি আসনে জয়লাভ করেছেন বলে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দাবি করেছে। তবে সরকারিভাবে এখনো তা নিশ্চিত করা হয়নি।
সু চি ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমের কাহমু আসন থেকে নির্বাচন করেছেন। আজ রোববার পার্লামেন্টের ৪৫টি আসনে ভোট গ্রহণ করা হয়।
গত অর্ধশতাব্দীর মধ্যে আজ রোববার তৃতীয়বারের মতো নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ১৯৯০ সালের পর এনএলডি এবারই প্রথম নির্বাচনে লড়াই করছে।
স্থানীয় সময় সকাল ছয়টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন কর্মকর্তাদের বরাত দিয়ে আল…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1