সংঘাত নয়, রাজপথে থাকতে চায় বিএনপি

এখনই সংঘাতে যেতে চায় না বিএনপি। তবে রাজপথ দখলে রাখতে নির্দিষ্ট বিরতিতে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে সক্রিয় থাকবে দলটি।
গত ২৯ ও ৩০ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের কর্মসূচিতে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার পরও এ নিয়ে কঠোর কোনো কর্মসূচির কথা ভাবছে না বিএনপি। হরতাল না দেওয়ায় বিএনপির নীতিনির্ধারকেরা নিজ দল ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতাদের সমালোচনার মুখে পড়েন।
বিএনপির একজন নেতা বলেন, এটা অস্বীকার করার উপায় নেই যে, গত বছর à§§à§® ডিসেম্বর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে দলের একটি অংশের সহিংস আচরণ তাদের রাজনীতিতে কালিমা লাগিয়েছে। ওই ঘটনার পর বিএনপির…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1