হ্যালো ওয়াশিংটন: বাংলাদেশ ও ভারতে শিশুদের সংক্রামক রোগ

আজ বুধবার ১৮ই জানুয়ারি, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: বাংলাদেশ ও ভারতে শিশুদের সংক্রামক রোগ।

আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে দু’জন অতিথি ছিলেন, ড: অমল মিত্র এবং ড: মোহাম্মাদ নাকিবুদ্দিন।

ড: অমল মিত্র ইউনিভার্সিটি অফ সাদার্ন মিসিসিপির ইপিডিমিয়লজি এবং বাইও স্টাটিক্স এর প্রফেসর। তিনি ফুলব্রাইট স্কলার।

ড: মোহাম্মাদ নাকিবুদ্দিন মেরিল্যান্ড রাজ্যে জন্স হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিন  এর এনডোক্রিনলজি ও মেটাবোলিজিম বিভাগের  গবেষণা কার্যক্রম সমন্বয়ক।

শ্রোতারা শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ বিষয়ে প্রশ্ন করেন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

[Read More]

—–
Source: VOA News: United States


 

Comments are closed. Please check back later.

 
 
 
1