আইওয়াতে রমনি সামান্য ব্যবধানে জয়ী হলেন

আইওয়াতে রমনি সামান্য ব্যবধানে জয়ী হলেন

 

২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন পর্বের প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গ রাজ্যের গভর্ণর মিট রমনি আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির ককাসে , সমাজবাদী রক্ষণশীল রিক স্যান্টোরামকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

আজ খুব ভোর বেলায় দলের একজন কর্মকর্তা ঘোষণা করেন যে দীর্ঘ দিনের অগ্রগামী প্রার্থী রমনি , রিপাবলিকানদের কাছে এখন সব চেয়ে পছন্দসই প্রার্থী স্যান্টোরামকে মাত্র আট ভোটে পরাজিত করেছেন। আইওয়া ককাসের ইতিহাসে এটি অন্যতম স্বল্পতম ব্যবধানের প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুদ্ধের বিরোধী রণ পল ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।

চূড়ান্ত ফলাফলের আগেই রমনি , স্যান্টোরামকে অভিনন্দন জানান এবং  আইওয়ার ভোটদাতাদের ধন্যবাদ জানান।

আইওয়ার রাজধানী ডিময়েন এ দেওয়া এক ভাষণে রমনি ব্যবসা ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতাকে তুলে ধরেণ এবং আমেরিকানদের কাজে ফিরিয়ে নেয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টার সমালোচনা করেন।

অনুমান করা হচ্ছে আজ বুধবার ২০০৮ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান জন মেকেইন তাকে সমর্থন দিলে , রমনির প্রচার  অভিযানে আরও উৎসাহ সঞ্চারিত হবে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1