সিরিয়ান সেনারা রবিবার দারা শহরে চড়াও হয়

প্রত্যক্ষদর্শীরা বলেন সিরিয়ান সেনাদের রবিবার, দারা শহরে আবার মোতায়েন করা হয়, ৬ সপ্তাহের সরকার বিরোধী প্রতিবাদ বিক্ষোভের মাঝে। সেনারা ভীতি প্রদর্শনের লক্ষ্যে  গুলি বর্ষণ করে এবং লোকজনকে গ্রেপ্তার করে।

৬ দিন দারা শহরে জালানি, জল ও বিদ্যুত্ সরবরাহ নেই।

সিরিয়ায় সক্রিয়কর্মীরা বলেছে শনিবার দারায় ৬ জন নিহত হয় যখন সামরিক বাহিনী ও চোরাগুপ্তা হামলাকারী অসামরিক লোকজনদের উপর হামলা চালায়। সক্রিয়কর্মীরা বলেন এক মহিলা ও তার দুই কন্যা নিহত হয় যখন তদের বাড়িতে ট্যাঙ্কের গোলা এসে পড়ে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1