হাইকোর্টের বিরুদ্ধে ফতোয়া জারির হুমকি আমিনীর

২০০১ সালে হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় আপিল বিভাগ বহাল রাখলে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিরুদ্ধে ফতোয়া জারি করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। তবে কী ফতোয়া দেওয়া হবে, সেটা তিনি এখনো ঠিক করেননি। তিনি দাবি করেছেন, ফতোয়া নিয়ে শুনানি করার অধিকার আদালতের নেই।
আজ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুফতি আমিনী।
এদিকে ফতোয়াবিরোধী রায় নিয়ে আপিল বিভাগে শুনানি উপলক্ষে আজ সকালে হাইকোর্টের সামনে মানববন্ধন করার চেষ্টা করে মুফতি আমিনীর নেতৃত্বাধীন আরেক সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। তবে পুলিশ তাঁদের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1