আমরা ইনটেনসিভ কেয়ারে আছি: ফজলে রাব্বী

জাতীয় পার্টির টি আই এম ফজলে রাব্বী চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের একলা চলো নীতিতে মহাজোটের শরিকরা দিশেহারা। মনে হচ্ছে আমরা ইনটেনসিভ কেয়ারে আছি। সরকারের এ অবস্থার অবসান হওয়া প্রয়োজন।’ আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফজলে রাব্বী চৌধুরী বলেন, ‘সরকার পরিচালনায় দুর্বলতা আছে। অনেক মন্ত্রীর কাজে সরকার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ মানসম্মান নিয়ে শান্তিতে থাকতে চায়। মানুষের এ চাওয়া সরকারকে বাস্তবায়ন করতে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1