ডঃ ইউনুসের সঙ্গে বাংলাদেশ সরকারের আচরন লজ্জা জনক: মাহফুজ আনম

বাংলাদেশ ব্যাঙ্ক গ্রামীন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা সম্পাদক ডঃ মোহাম্মদ ইউনুসকে অপসারন করার নির্দেশ দেয়ার পর দেশে বিদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা কিছু কিছু প্রতিক্রিয়া আমাদের শ্রোতাদের জন্য তুলে ধরছি।

আজ বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক, দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজুল আনমের মন্তব্য। তিনি বলেন ডঃ ইউনুসের মত বিশ্ব নন্দিত ব্যক্তিত্বের সঙ্গে যে ধরনের আচরন করা হলো তা লজ্জাজনক এবং গ্রহনযোগ্য নয়। তিনি বলেন সরকার এই একই কাজ আরো কিছুটা সময় নিয়ে আরো ভদ্র ভাবে করতে পারতেন। আপোস মূলকভাবেও এটা করা যেতো। তিনি বলেন যে মানুষটি পৃথিবীর সামনে বাংলাদেশের মুখ এতখানি উজ্বল করেছেন তাঁর সঙ্গে একি আচরন।

আমাদের স্টুডিও থেকে টেলিফোনে জনাব মাহফুজ আনমের সাক্ষাত্কার নিয়েছেন মাসুমা খাতুন।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1