পাকিস্তানে ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা কবলিত এলাকায় উদ্ধারকর্মীরা উদ্ধার তত্পরতা চালাতে চেষ্টা করছে।বন্যায় ১০০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এক সপ্তাহ ধরে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে সেখানে যে বন্যা হচ্ছে তা পাকিস্তানে স্মরণকালের সবচাইতে ভয়াবহ। বন্যায় সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাকতুনখা প্রদেশে।

পাকিস্তানে কর্মকর্তারা বলেছেন রবিবার মৃত্যুর হার দাড়ায় ১১০০তে। কিন্তু কর্মকর্তারা বলেছেনএই সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

ওই অঞ্চলে হাজার হাজার ঘর বাড়ি এবং ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1