যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংস্কার বিল সম্পর্কে অর্থনীতিবিদ জুনায়েদ আহমদ

প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি যে অর্থনৈতিক সংস্কার বিল স্বাক্ষর করে আইনে পরিণত করেন, ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কে  দায়িত্বে নিয়োজিত অর্থনীতিবিদ ডঃ জুনায়েদ আহমদ সে সম্পর্কে কিছু বক্তব্য রাখেন। তিনি বলেন সব নীতির পেছনে থাকে রাজনীতি। রাজনীতি যেদিকে যাবে অর্থনীতিও সেদিকেই যাবে। যুক্তরাষ্ট্রের এই সংস্কার আইনে সাধারণের ভালোর জন্য অনেক কিছুই আছে কিন্‌তু তা কার্যকর করা যাবে কিনা, সেটা মূলতঃ রাজনীতির ওপরই নির্ভর করবে। আগামীতে সরকার কী পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখতে হবে। কংগ্রেসে বিভিন্ন দলের শক্তিশালী লবি কাজ করে। আইন বাস্তবায়ন এসব লবির ওপর অনেকটা নির্ভরশীল।
ডঃ জুনায়েদ আহমদ আরো বলেন, বহু অর্থনীতিবিদ এবং বিশারদ বলছেন যুক্তরাষ্ট্রের সাধারণ বাণিজ্যিক ব্যাংক এবং বৃহৎ বানিজ্যিক ব্যাংক গুলোকে রেগুলেশনের মাধ্যমে বিভক্ত করে দেওয়া উচিত্ তাহলে সাধারন মানুষকে অনেক বিভ্রাট থেকে বাঁচানো যাবে । কিন্‌তু এই সংস্কার বিলে এ ব্যাপারে সুস্পষ্ট কিছু নেই। তবে তিনি বলেন যুক্তরাষ্ট্রে এই প্রথম সরকারকে বড় বড় ব্যাংকগুলির ক্ষেত্রে হস্তক্ষেপ করার আইনগত অধিকার দেয়া হলো।

 

 

 

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1