এলএনজি আমদানি দ্রুত করতে ভাসমান টার্মিনাল করার সিদ্ধান্ত

গ্যাস-সংকট মোকাবিলায় এলএনজি (লিকুইড ন্যাচারাল গ্যাস) আমদানির সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য স্থায়ী টার্মিনালের পরিবর্তে ভাসমান টার্মিনাল (ফ্লোটিং রিসিভিং ফ্যাসিলিটি) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রকল্পের পরামর্শক নিয়োগের প্রক্রিয়াও শেষ পর্যায়ে। সরকার ২০১২ সালের আগেই এলএনজি আমদানি শুরু করতে চায়। জ্বালানি মন্ত্রণালয় ও পেট্রোবাংলার সূত্র এসব জানিয়েছে।
সূত্র জানায়, এলএনজি আমদানির জন্য স্থায়ী টার্মিনাল করতে ব্যয় বেশি, সময়ও লাগে প্রায় পাঁচ বছর। কিন্তু দেশে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তীব্র গ্যাস-ঘাটতি পূরণে এখনই গ্যাস দরকার। তাই যত দ্রুত সম্ভব…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1