মাইকেল এখন ৪ মাত্রার বিপদজ্জনক ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় মাইকেল আরো শক্তি সঞ্চার করে ৪ ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বুধবার বিকেল নাগাদ মেক্সিকো উপকূলে আঘাত হানে, যা ইতিমধ্যেই ভয়াবহ ক্ষতি বয়ে আনতে শুরু করেছে I ন্যাশনাল হ্যারিকেন সেন্টার থেকে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার প্রস্তূতি নিতে জনগণকে সতর্ক করে দেয়া হয় I এই ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ঘন্টায় প্রায় ২৪০ কিলোমিটারের মতো I ফ্লোরিডা’র প্যানহ্যান্ডেল উপকূলীয় এলাকা এই ঘূর্ণিঝড় মাইকেল ১০০ বছরের মধ্যে এখনো অব্দি সবচাইতে শক্তিশালী ঝড় I [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1