বাংলাদেশের একটি যাত্রীবাহী বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়, ৪৯ নিহত

নেপালে কর্মকর্তারা বলেছেন বাংলাদেশের একটি যাত্রীবাহী বিমান, কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় এবং বিমানে আগুন ধরে যায়। অন্তত ৪৯জন আরোহীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন সোমবার, দ্বিতীয়বার অবতরণের চেষ্টা করার আগে  বিমানটি বার বার ঘুরে যাচ্ছিল এবং তখন বিমানটিতে আগুন ধরে যায়। ।

ঢাকা ভিত্তিক ইউএস বাংলা এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেন চারজন ক্রু সদস্য সহ বিমানে ৭১জন আরোহী ছিল।

ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আশিফ অভিযোগ করেন যে… [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1