ইউএস বাংলা এয়ারলাইনের বিমান বিধ্বস্ত প্রায় ৪৯ জন নিহত

বাংলাদেশের একটি বেসরকারী বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয়ে কম হলেও ৪৯ আরোহীর মৃত্যু হয়েছে। বিমানটিতে চার বিমান কর্মীসহ মোট ৭১ সংখ্যক আরোহী ছিলও বলে বলা হয়েছে।

এতে আহতের সংখ্যা সতেরো বলে জানা গিয়েছে। বিমান যাত্রীদের মধ্যে বাংলাদেশের ৩২, নেপালের ৩৩ এবং চীন ও মালদ্বীপের একজন করে নাগরিক ছিলেন বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। এখনও অব্দি বিমান বিধ্বস্তের সঠিক কারণ সম্পর্কে পরিষ্কার করে কিছু জানা যায়নি।

  [Read More]

—–
Source: VOA News: বিষয়


 

Comments are closed. Please check back later.

 
 
 
1